রাষ্ট্র পরিচালনার জন্য যেহেতু যৎসামান্য জ্ঞান আপনাদের নেই;
অতএব, "আত্মহত্যা পরম ধর্ম" যেখানে দুঃখ থাকেনা
মেনে নিয়ে-
ঝাপিয়ে পড়ুন সমুদ্রে;
যদিও আপনি শীতল জল সহ্য করতে পারেন না।
রাষ্ট্রীয় নরকের কৌশল অবলম্বন করে
আবিষ্কার করা হয়েছে
নীল ধর্ম।