আমি তোমার চেতনার মানদণ্ডে হারিয়ে যাওয়া একজন কবি
যাকে তুমি অনুক্ত বেদনার অনুবাদ করতে দিয়েছিলে
কিন্তু সে বেদনা ভুলে গিয়ে
তোমার শরীর আবিষ্কার করেছে ।