খুব সম্ভবত হারিয়ে যাচ্ছি।এই হারিয়ে যাওয়া নেই আক্ষেপ নেই,  নেই কোন অনুশোচনা। অদ্ভুত সব কল্পনার ভিড়ে হারয়ে যাচ্ছি। এই যে আমি ভীষণ একা,  এড়িয়ে যাচ্ছি তোমাদের। তোমাদের নাগরিক জীবন, কোলাহল  কিছুই যে আমাকে আর ছুঁতে পারছেনা। মূল্যবোধ …