একাকীত্ব
আমি কেবল আমার জনক।আমাকে আর কেউ বুঝবে, জানবে এমন ভাবাটা স্রেফ বোকামি। আমাকে যা কিছু দিয়ে আগাতে হবে সেটা মূলত আমার আত্মবিশ্বাস।যা আমি একবার খুঁজে পেলে সব কিছু নিজেকে বদলে ফেলার ক্ষমতা রাখি,নিজেকে অন্য রকম উচ্চতায় নিতে পারি।
আমার কাছে এগিয়ে যাওয়ার মন্ত্রটা অন্য কারো কাছে থেকে ধার করে আনা মোটিভেশান না।আমি কেবল বিশ্বাস করি আমাকে তিনি কি দিয়েছেন?আমার সময়।স্রেফ নিজের সাথে একবারও কি আমারা দেখা করি? একবার?
আসলে আমাদের সময় হয়ে উঠেনা।
আমি নিজের সাথে দেখা করি।অন্য একটা জগত সেটা।কেউ নেই।শুধু আমার আমি।মা-বাবা,রিলেটিভ, প্রেমিকা,বন্ধু কেউ নেই।শুধু আমার আমি।আমাকে কেউ ঠকানোর মত নেই।কিন্তু এই যে নিজেকে সময় দেয়নি এতদিন নিজেকে বড্ড ঠকিয়েছি।সে হিসেব মুছতেই নিজের সাথে দেখা করা।
আমরা একান্তই নিজের।শুধু নিজের করে নিতে হয়।আত্মাকে উপলব্ধি করতে হয়।অন্য রকম সুখ সেখানে।
2 মন্তব্যসমূহ
keep it up...💜
উত্তরমুছুনআপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি❤️
উত্তরমুছুন