কবিতা। তোমারে পাইতে হবে এমন তো না। shoaib shamrat
তোমারে পাইয়া গেলে আকাশের সাথে কথা বলা হয়না
সন্ধ্যা নদী-তীরে বসে তোমারে নিয়ে কবিতা লেখা হয়না
তোমারে না পাইলে কত গল্প জমা রাখি বুক পকেটে
তোমারে পাইলে সে গল্পেরাও নাই হইয়া যায়
মুখ দিয়া কথা আসেনা।
আমি অভিমানী মানুষ
তোমারে নিয়া
অভিযোগও কম নাই
তোমারে পাইয়া গেলে সেসব হাওয়ায় মিঠাইর মত চুপসে যায়
বলার কিছু থাকে না।
মনের বারান্দায় তুমি আসো
হাওয়া আসে
পাখিরা কিচিরমিচির করে
তোমার চুড়ির শব্দে সুখ-দুঃখরা হাসে,
তুমি আসলে
এসবের কিছুই থাকেনা।
আমি মাঝে মাঝে চাই
তুমি না আসো
তুমি না আসা জুড়ে
তোমার মিলিয়ন, বিলিয়ন আসা হয়ে যায়।
0 মন্তব্যসমূহ