তবু শব্দেরা বলেনি কথা।নীরবে  ছুঁয়েছে তোমার নীরবতা।দেখা হয়েছিলে সেই কবে, নিস্তব্দ গহীনে ।আড়ালে হাসে সে স্মৃতি । 

কেউ কথা রাখেনি .......................................






 দু চোখে যে স্বপ্নেরা খেলা করে । যেখানে অভিমান জমা হয়ে  অভিযোগের পাতা ভারি করে , সেখানে কেবল তুমি ছিলে।

তবে আজ কেউ নেই , স্বপ্নেরা বাড়ি ফিরে গেছে । আমি নির্বাক পাণে  চেয়ে আছি ধুলো মাখা পথটার দিকে ।