ঘুমাবার কথা ছিল আমারও। খুব একটা নিয়মতান্ত্রিক জীবন মেনে না চললেও, এতটা খামখেয়ালি আর বেপরোয়া জীবন খুব বেশি যে দরকার ছিল তাও না। একা বাঁচা যায়। একাকীত্ব উপভোগ করা যায়,  তবে দিন শেষে একটা মানুষ থাকাটা খুব বেশি জরূরী মনে করে ফেলি।…