ঘুমাবার কথা ছিল আমারও। খুব একটা নিয়মতান্ত্রিক জীবন মেনে না চললেও,

এতটা খামখেয়ালি আর বেপরোয়া জীবন খুব বেশি যে দরকার ছিল তাও না।

একা বাঁচা যায়। একাকীত্ব উপভোগ করা যায়, 

তবে দিন শেষে একটা মানুষ থাকাটা খুব বেশি জরূরী মনে করে ফেলি।

খুব বেশি কথা জমে যায়। একটা পাহাড় হয়ে দাঁড়ায় সেসব।

অনেকেই বলে ব্যস্ত রাখো ভীষণ নিজেকে,  হ্যাঁ ব্যস্ত রাখা হয়। 

একটা বিপর্যস্ত স্মৃতির  পাহাড়  বানিয়ে জীবনটাকে কজ থিটা, 

সাইন থিটা হিসেব মেলাতে মেলাতে ভীষণ ব্যস্ত রাখছি। আশেপাশে এত মানুষ,  এত বন্ধু। 

কিন্তু, 

কেউ নেই। 

কেউ থাকেনা।

নিজেকে থাকতে হয়।

নিজের জন্য থাকতে হয়।