জীবন নিয়ে উপলব্ধি করতে করতে

এখন  ভীষণ ক্লান্তি লাগে। 

তুমি চলে যাবার পর

আমি নিজেকে ফিরে পেতে চেয়েছিলাম

এই ফিরে পাওয়া যে একটা যুদ্ধ

এবং

সে যুদ্ধে নিজের সাথে লড়াই করতে করতে

আমার নিজেকে আর ফিরে পাওয়া হল না।

নিজেকে যে তোমার কাছে দিয়ে দিয়েছি 

সে কথা বেমালুম ভুলেই গেলাম....


আমি এমনই সবকিছুই ভুলে যাই

কিন্তু 

যা ভুলতে চাই তা খুব বেশি করে

 মনে পড়ে যায়। 


আমার মনে পড়ে যায় 

তোমার বাদামী শরীর

চুড়ির শব্দ

প্রত্যাখ্যাত গোলাপ 

বুক পকেটে  তোমার দেওয়া খুচরো পয়সা

মনে পড়ে যায়...


মনে পড়ে যায়

আমাদের হারিয়ে যাওয়া সময়গুলো 

অদ্ভুত, খসখসে  পুরনো বইয়ের মত

হাত বুলালে ক্যামন একটা অনুভূতি। 


তোমাকে মনে পড়লে

মাতাল শব্দেরা ভীষণ পীড়া দেয়

পানশালা হয়ে যায় আমার গন্তব্য। 


এই মধ্য রাতে মাতাল,  বিভ্রান্ত হয়ে বাঁচতে 

আমার আর ভালো লাগে না।

তোমার ড্রেসিংরুমে আয়নাগাছে তুলে আনা লং এক্সপোজারের হাসিকান্না হতে পারলে ভালো লাগত!

তবুও সে স্বপ্ন থেকে যায়..

আচ্ছা,  তোমার হৃদয়ে কি এখনও বসন্ত?