খুব সম্ভবত আমি হারিয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি এই জীবন  , গন্তব্য থেকে। আমার অনেক কিছুই দেবার ছিল। নামের প্রতি সুবিচার করতে না পারার একটা তীব্র যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।  ঠিক ক্যামন হতে চেয়েছিলাম বা আমি পেয়েছি  কি ........................

আমি ঠিক যেমন হতে চেয়েছিলাম তেমন হতে না পারলেও তার খুব কাছাকাছি কিছু হতে পারত। আমার শৈশব ছিল অন্যদের চেয়ে ভিন্ন। বাকিরা যেখানে ছিল আমি হয়ত তার চেয়ে দূরে । তারা যা ভাবত আমি হয়ত তার চেয়ে অন্য কিছু ভাবতাম। আমি হয়ত জীবনটাকে একটু ভিন্ন আঙ্গিকে চেয়েছিলাম। চেয়েছিলাম মানুষ হয়ে বাঁচতে । অন্যরা যেভাবে বাঁচে আমার কাছে সেটা নিতান্তই  গ্লানি ছাড়া কিছু নয়। 

আমি চেয়েছিলাম জীবনটা হোক ফিনিক্স পাখির মত। দুঃখের সাগরে ডুবে যাওয়ার পরেও নতুন কোন আশা নিয়ে জেগে  উঠব।  শত ক্লান্তি , বেদনা,  ভালো না লাগা নিমিষে  উড়িয়ে দিব। চেয়েছিলাম  শহুরে  রাস্তায় ,পরিচিত চায়ের কাপে  আমার কিছু মানুষ থাকুক। যাদের সাথে  আলাপ করা যাবে প্রজাতন্ত্র থেকে কবিতা, বই, রাজনীতি কিম্বা প্রেম। আমার অবশ্য সেরকম কেউই জুটেনি। ক্যান জুটেনি সেটার উত্তর আমার জানা নেই। হয়ত আমি  ইন্ট্রভার্ট তাই। আর যারা আছে,  কথা হয়, দ্যাখা হয় তাদের ব্যাপারে নাই বলি।  আমি মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম। রাগ , ঘৃণা  , অহংকার , মিথ্যে সব এড়িয়ে গিয়ে একজন সাধারণ মানুষ হতে চেয়ছিলাম । কিন্তু এই শহরে মানুষ হয়ে বাঁচা বড্ড কঠিন।  চুপ করে  থাকলে তারা সেটাকে ভেবে দূর্বলতা।  তারা ভালোটা দ্যাখেও না দ্যাখার ভান করে অথচ খারাপে তারা যথেষ্ট  মনযোগী। তারপরও আমি মানুষ হয়ে বাঁচতে চাই। দ্যাখতে চাই জীবনের শেষটা আমাকে কতদূর নিতে পারে। 

আমি ক্যামন করে বাঁচতে চাই সেটা নিয়ে লিখতে গেলে  হয়ত আমি বেশ  কয়েকদিন লিখতে পারব। কিন্তু আমার স শক্তি নেই এখন। আমি একজন হতাশ এবং ব্যর্থ মানুষ। 

আমি ঠিক যেমন জীবন চেয়েছিলাম এই জীবন  তা না।। বিপরীত  একটা জীবন  আমার বয়ে বেড়ানো ভীষণ যন্ত্রনার।  থেমে যেতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে  দাড়ি টেনে দেই এই জীবনের । পারছিনা। অদ্ভুত কিছু  ব্যাপারে আমি আটকে আছি। এই আটকে থাকা নিয়ে আমি বেঁচে আছি। 

আমি ঠিক যেমন মানুষ চেয়েছিলাম তারা কেউই তেমন না। তবুও তাদের সাথে আমার চলতে হয়। আলাদা থাকার চেষ্টা  করলেও পারিনা। 

তাই এই জীবন আমার না। আমার জীবন ঠিক এমন হবার কথা ছিল না। একটু অন্যরকম হলেও পারত।