জন্মদিবস
"তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে "
ভেঙে পড়ি আবার আবার জন্মাই পুরনো গানের মত। নিজের সাথে দ্যাখা করে পাই একজন যথেষ্ট আত্মবিশ্বাসী মানুষ স্ট্রাগল করছে নিয়মিত। তবে আমি বিশ্বাসী। বিশ্বাস করি এই পথে আমি জয়ী সৈনিক ছিলাম আগেও। নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই যাত্রায় আমার আমিকে খুজে পাওয়া বড্ড জরুরী।
এই ছন্নছাড়া জীবন নিয়ে আমি ছুটে চলি অবিরাম। সকাল বেলায় তরতাজা ঘুম এবং জীবন জটিলতা প্রকট হয়ে ওঠে। এবং নিজেকে প্রশ্ন করি কত দূর? আর কত দূর? এভাবে!!! উত্তর মেলে না। মেলে না!!ব্যর্থতার আয়নায় স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত। তবুও জীবন, তবুও আমি।।আপন তালে নেচে যাওয়া এক মুক্ত জীবনানন্দ।।
লেখা: ২২/০৩/২০২৩
0 মন্তব্যসমূহ