Featured Coupons

recent/hot-posts
এসব অনর্থক

জীবন নিয়ে উপলব্ধি করতে করতে এখন  ভীষণ ক্লান্তি লাগে।  তুমি চলে যাবার পর আমি নিজেকে ফিরে পেতে চেয়েছিলাম এই ফিরে পাওয়া যে একটা যুদ্ধ এবং সে যুদ্ধে নিজের সাথে লড়াই করতে করতে আমার নিজেকে আর ফিরে পাওয়া হল না। নিজেকে যে তোমার কাছে দি…

তুমি চাইলেই পারতে...

তুমি চাইলেই পারতে। খুব বেশি একটা ক্ষতি ছিল না তাতে। অবশ্য আক্ষেপ নেই। জানি যত্ন করে মনে রাখবার দিন ফুরিয়ে গেছে সে কবে। শুধু বোকা বনে গেলাম।

জন্মদিবস

"তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে " ভেঙে  পড়ি আবার আবার জন্মাই পুরনো গানের মত…

জীবনটা  অন্যরকম  হলেও পারত........

খুব সম্ভবত আমি হারিয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি এই জীবন  , গন্তব্য থেকে। আমার অনেক কিছুই দেবার ছিল। নামের প্রতি সুবিচার করতে না পারার একটা তীব্র যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।  ঠিক ক্যামন হতে চেয়েছিলাম বা আমি পেয়েছি  কি ..........…

নিজের জন্য ভালো থাকুন।

ঘুমাবার কথা ছিল আমারও। খুব একটা নিয়মতান্ত্রিক জীবন মেনে না চললেও, এতটা খামখেয়ালি আর বেপরোয়া জীবন খুব বেশি যে দরকার ছিল তাও না। একা বাঁচা যায়। একাকীত্ব উপভোগ করা যায়,  তবে দিন শেষে একটা মানুষ থাকাটা খুব বেশি জরূরী মনে করে ফেলি।…

হারিয়ে যাচ্ছি,  ফুরিয়ে যাচ্ছি এটাই জরুরি খবর।

খুব সম্ভবত হারিয়ে যাচ্ছি।এই হারিয়ে যাওয়া নেই আক্ষেপ নেই,  নেই কোন অনুশোচনা। অদ্ভুত সব কল্পনার ভিড়ে হারয়ে যাচ্ছি। এই যে আমি ভীষণ একা,  এড়িয়ে যাচ্ছি তোমাদের। তোমাদের নাগরিক জীবন, কোলাহল  কিছুই যে আমাকে আর ছুঁতে পারছেনা। মূল্যবোধ …

shoaib shamrat

তবু শব্দেরা বলেনি কথা।নীরবে  ছুঁয়েছে তোমার  নীরবতা ।দেখা হয়েছিলে সেই কবে, নিস্তব্দ গহীনে ।আড়ালে হাসে সে স্মৃতি ।  কেউ কথা রাখেনি .......................................  দু চোখে যে স্বপ্নেরা খেলা করে । যেখানে অভিমান জমা হয়ে  অভ…